শীতে কাঁপছে সিলেট

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

শীতে কাঁপছে সিলেট

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক: উত্তরপূর্বাঞ্চলের জেলা সিলেটে মাঘের শীতে রীতিমত কাঁপছে মানুষ। মাঘ মাসের শুরু থেকে প্রতিদিনই বাড়ছে শীতের দাপট। আর কমছে তাপমাত্রা।

 

Manual2 Ad Code

অদ্য বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে আবহাওয়া অদিদপ্তর।

 

Manual2 Ad Code

তীব্র শীতের সাথে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে সিলেট নগরীসহ আশপাশের এলাকা। বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত নগরে সূর্যের দেখা মিলেনি। তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

 

Manual5 Ad Code

শীতের প্রভাব পড়েছে নগর জীবনেও। বেলা ১১ টা পর্যন্ত নগরে মানুষজনের চলাচল ছিলো সীমিত। স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি একেবারেই কম। বিপনী বিতানগুলোও খুলেছে অনেক বেলা পড়ে।

 

শীতের একেবারে কাবু হয়ে পড়েছেন বস্তিবাসী, নিম্ন আয়ের ভাসমান মানুষেরা। শীতের প্রকোপে বিপর্যস্ত দরিদ্র চা শ্রমিকেরাও। শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। বিশেষত শিশু ও বৃদ্ধরা রোগে আক্রান্ত হচ্ছে বেশি।

 

এরআগে বুধবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫০ ডিগ্রি।

Manual6 Ad Code

 

সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুল মুহিত জানান- সিলেটে প্রতিদিনই তাপামাত্রা কমছে। বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে গত পাঁচদিন ধরে তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে উঠেনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..