সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যেখানে অবস্থিত লুম বিলের ইজারাদার কর্তৃক উম্মুক্ত বলদিরখালের বাঁধ জোরপূর্বক কেটে দেওয়ায় গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ৫-৬ হাজার কৃষকের মাথায় হাত, এতে হাজার হেক্টর জমি বোরো চাষাবাদ থেকে বঞ্চিত।
বিভিন্ন দপ্তরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে সুলেমান কর্তৃক দাখিলকৃত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাগেছে ৩ বছর পূর্বে চাটিবহর মৎস্যজীবি সমিতি ছাতক লোম বিল ইজারা নেয় এবং পরে কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখালের মকদ্দস ও গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামের খলিল মিয়া লুম বিলটি সাবলিজ নেন। গত দুই বছর বলদিরখাল বাঁধটি উঁচু করে বেঁধে রাখায দুই উপজেলার প্রায ৬ হাজার কৃষক হাজার হেক্টর বোরো চাষাবাদ থেকে বঞ্চিত থাকেন।
এইবার পুনরায় এলাকাবাসী বাঁধটি নির্মান করে রাখেন বোরো চাষাবাদ করার জন্য। কিন্তু বিলের ইজারাদার জোরপূর্বক ভাবে বাঁধটি কেটে দিয়েছে, এতে এক হাজার হেক্টর বোরো চাষাবাদ উপযোগী জমি শুকিয়ে গেছে। তাই কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ৬-৭ হাজার কৃষক অসহায় এবং বেকার হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে কোম্পানিগঞ্জ উপজেলার পিপড়াখাই গ্রামের আব্দুস শুকুরের পুত্র সুলেমান বাদী হয়ে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিসহ বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দাযের করেছেন।
এদিকে ইজারাদার কর্তৃক বাঁধ কেটে দেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। জানতে চাইলে ওসি তদন্ত কোম্পানিগঞ্জ মনিরুজ্জামান খাঁন জানান লুম বিলের ইজারাদার মাছ আহরণের জন্য বাঁধ কাটছে এবং এবিষয়ে ইজারাদার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এছাড়া এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সীমানা নির্ধারন করেছেন এবং তিনি বিষয়টি ভাল জানেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd