তাহিরপুরে পিআইসি গঠনে অনিয়ম, ক্ষুব্ধ কৃষকরা

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

তাহিরপুরে পিআইসি গঠনে অনিয়ম, ক্ষুব্ধ কৃষকরা

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: ২০১৭ সালের প্রলয়ংকরী আগাম বন্যায় সুনামগঞ্জের বোরো ধানের সম্পূর্ণ ফলন নষ্ট হওয়ার পর অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশোধন হয় ‘কাজের বিনিময়ে টাকা (কাবিটা) নীতিমালা’। সংশোধিত নীতিমালায় বাঁধের কাজ শুরু ও শেষের সময় বেঁধে দেওয়া হলেও বিলম্ব হচ্ছে প্রতি বছরই। আর বিলম্বের অজুহাত হিসেবে থাকে হাওরের পানি ধীরে নামার বিষয়। সেই ধারাবাহিকতা এবারও বজায় রয়েছে। তবে এ বছর হাওরে পানি ধীরে নামার অজুহাতের পাশাপাশি জাতীয় নির্বাচনের ঘাড়েও বর্তেছে বিলম্বের দায়।

এসব অনিয়ম আর গাফিলতির কারনে ২০১৭ সালের পর থেকে প্রায় প্রতিবছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের আবাদ। এবারও সময় মতো পিআইসি কমিটি গঠন না হওয়ায় ও কৃষক নয় এমন ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন এবং বাঁধের কাজ শুরুতে বিলম্ব হওয়ায় কৃষকরা উদ্বিগ্ন।

Manual4 Ad Code

এদিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গেল মঙ্গলবার ২ জানুয়ারি ৮৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) অনুমোদন দেওয়ার পরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কৃষক নয় এমন ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে ইচ্ছে মতো কমিটি গঠন করার। কমিটি গঠনে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী’র সাথেও তিনি সমন্বয় করেন নি বলে জানিয়েছেন এক দায়িত্বশীল কর্মকর্তা। তবে, অনুমোদন হওয়া কমিটি বাতিল করে নতুন করে কৃষকদের নিয়ে কমিটি গঠন করার দাবি কৃষকদের।

Manual3 Ad Code

এছাড়াও গেল বছরের সেপ্টেম্বর মাসে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি কর্তৃক হাওরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বাঁধা ও হামলা চেষ্টার আসামি এবং সাময়িক বরখাস্তকৃত ইউপি সদস্য এমদাদুল হককে সভাপতি করে মহালিয়া হাওর উপ-প্রকল্পে একটি (৫৬নং) পিআইসি অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনের কাজে বাঁধা দেওয়া মামলার আসামিকে কমিটির সভাপতি করায় দুঃখ প্রকাশ করেছেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। তিনি বলেন বিষয়টি নিয়ে কথা বলবেন ইউএনও’র সাথে।

Manual1 Ad Code

অন্যদিকে, মহালিয়া হাওর উপ-প্রকল্পে (৫৮ নং পিআইসি কমিটিতে) সভাপতি করা হয়েছে তাহিরপুর উপজেলার শ্রীপুর (দঃ) ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাবুল মিয়াকে। যিনি রাজনীতির পাশাপাশি জড়িত আছেন মৎস ব্যবসার সাথে। এদিকে অনুমোদন হওয়া ৮নং ও ১১ নং প্রকল্পে সদস্য সচিব করা হয়েছে সহোদর দুই ভাইকে। তারা হলেন মো. সুজাত হোসেন চৌধুরী ও এনায়েত হোসেন চৌধুরী- উভয়ের পিতা- জিয়া উদ্দিন চৌধুরী।

অভিযোগ আছে, হাওরের প্রকৃত কৃষকদের বাদ দিয়ে মধ্যস্বত্বভোগী অকৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে বাঁধের কাজ। ফলে কৃষকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। শুধু মহালিয়া হাওর নয় উপজেলার শনি ও মাতিয়ান হাওরেও বেশ কয়েকটি পিআইসি কমিটি তুলে দেওয়া হয়েছে মধ্যস্বত্বভোগী অকৃষকের হাতে। এমনকি কৃষক নন এমন একই পরিবারের ২-৩ ভাই পিআইসির সভাপতি কিংবা সদস্য সচিব বনেছেন। তবে অযোগ্যদের পিআইসির সভাপতি ও সদস্য সচিব এর দায়িত্ব দেওয়ায় ফুঁসে উঠছেন হাওরের কৃষকরা।

এবিষয়ে তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীনের কাছে জানতে চাইলে তিনি পিআইসি কমিটি গঠনের অনিয়মের বিষয়ে কোনো কথা বলতে রাজি নন। উল্টো তিনি বলেন, কমিটি গঠন করা হয়েছে, এখন কারও মৌখিক কোনো অভিযোগ গ্রহণের সুযোগ নেই, নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। কারোও কোনো অভিযোগ থাকলে লিখিত অভিযোগ দেওয়ার জন্য তিনি বলেন।

Manual8 Ad Code

তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আপাতত নির্বাচন নিয়ে জামেলায় আছি, পিআইসির বিষয়ে কিছু জানি না। তবে এসব কমিটি ইউএনও কারো সাথে সমন্বয় ছাড়াই গঠন করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের বন্যার পর সংশোধিত কাবিটা নীতিমালা অনুযায়ী বাঁধের কাজের জন্য পাঁচ থেকে সাত সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের নির্দেশনা রয়েছে। কাজের আর্থিক মূল্যের হিসাবে প্রতি ২৫ লাখ টাকার একটি করে স্কিম প্রস্তুত করে তার জন্য বাঁধের পার্শ্ববর্তী কৃষি জমির মালিকদের নিয়ে একটি করে পিআইসি গঠন করতে হবে। নীতিমালা অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের আগে জরিপ শেষ করে সব পিআইসি গঠন করতে হবে। তারপর ১৫ ডিসেম্বরের মধ্যে সবকটি বাঁধের কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার কথা উল্লেখ রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..