সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪
কোম্পানীগঞ্জ সংবাদদাতা: দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার প্রায় শেষ পর্যায়ে। সংসদীয় আসন ২৩২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান ৬ বারের এমপি ইমরান আহমদ।
আজ বৃহস্পতিবার কোম্পানীগঞ্জে শেষ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান আহমদ। প্রধান অতিথির সামনেই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ কাজী আলফু মিয়ার হাতে শারিরীক ভাবে লাঞ্চিত হোন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস। এক পর্যায়ে আলফু মিয়া গ্রুপের অর্ধ শতাধিক নেতাকর্মী অখিল বিশ্বাসের উপর হামলে পরেন।
হামলার শিকার অখিল বিশ্বাস ঘোরতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন। উপস্থিত নেতাকর্মী সূত্রে জানা যায়, হাজারো নেতাকর্মীর বহর নিয়ে জনসভায় আসেন কাজী আলফু মিয়া। সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস।
সঞ্চালনাকালীন সময়ে কাজী আলফু মিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তাকে অবজ্ঞা করেন অখিল বিশ্বাস। সে সময় ক্ষুব্ধা হয়ে অখিল বিশ্বাসকে শারিরীক ভাবে লাঞ্চিত করেন আলফু মিয়া। এক পর্যায়ে আলফু মিয়া সমর্থক গুষ্টি অখিল বিশ্বাসকে টেনে হেচড়ে মঞ্চের বাইরে নিয়ে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ মুখ না খুললেও সবার মধ্যেই চাপা ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার পরপরই মঞ্চে উপস্থিত অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ কাজী আলফু মিয়া উপস্থিত সবার কাছে সংঘটিত ঘটনার জন্য ক্ষমা প্রার্থী হোন।
আহত অখিল বিশ্বাসকে তার ব্যক্তিগত ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনা কোম্পানীগঞ্জ উপজেলা জুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd