সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জকিগঞ্জে সাদাপোশাকে নৌকার দুই সমর্থককে উঠিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মানিকপুর ইউপির ফুলতলী গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সাংবাদিক আবুল খায়ের চৌধুরী বলেন, ‘রাত দুইটার দিকে সাদা পোশাকধারী লোকজন তার ছোট ভাই আলবাব হোসেন চৌধুরী ও এনায়েত চৌধুরীকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। তখন তাদেরকে শারীরিক নির্যাতনও করা হয়।
আমার দুই ভাই সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সমর্থক। তাদের বিরুদ্ধে কোনো মামলাও নেই। গভীর রাতে এমন ঘটনায় এলাকার লোকজন আতংকিত হয়ে ডাকাত-ডাকাত বলে চিৎকার করেছেন।’
তাৎক্ষণিক খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে জকিগঞ্জ সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, আমি খবরটি শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়েছি। কে বা কারা তুলে নিয়েছে সেটা নিশ্চিত হতে পারি নি। এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd