৭ জানুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে সকল অন্যায়ের জবাব দিন: ডা. দুলাল

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩

৭ জানুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে সকল অন্যায়ের জবাব দিন: ডা. দুলাল

Manual5 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, কোন রকমের ভয়-ভীতি দেখিয়ে এবার আর ভোটারদের কেন্দ্র বিমুখ করা যাবে না।

Manual8 Ad Code

সিলেট-৩ এর জনগন এবার সকল অন্যায়ের জবাব দিতে ট্রাক প্রতীকে ভোট দেবেন। আমার মা-বোনেরা, আমার বাবা চাচারা, ভাইয়েরা ট্রাক প্রতীকে ভোট দিতে উদগ্রীব। তারা ৭ জানুয়ারি সন্ধায় ট্রাক প্রতীকের বিজয় মিছিল দিতে প্রস্তুত।

Manual4 Ad Code

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ঘাটের বাজারে ট্রাক প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় তিনি একথা বলেন। ডা. দুলাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, যারা বলে বেড়ায় ভোট কেন্দ্রে গিয়ে কি লাভ, নৌকা তো এমনিতেই পাশ। তাদের এই দাম্ভিকতা, তাদের এই অহংকার, তাদের এই গুজবকে উড়িয়ে দিতে আসুন ৭ জানুয়ারি সারাদিন ট্রাক মার্কায় ভোট দেই। এর আগে, ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক প্রতীকের সমর্থনে ফেঞ্চুগঞ্জের পালবাড়ি বাজারে গণসংযোগ করেন।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিলেট আনন্দ টাওয়ারের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর চৌধুরী সেলিম, বিশিষ্ট মুরুব্বী সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রফি উদ্দিন খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বারী, সদস্য সচিব সালেহ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জাহিদ ইকবাল সুনাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাশার আহমদ শাহ, ঘিলাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনহাজ উদ্দিন, প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাতিজা সাকিব উস সামাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা ফ্রান্স প্রবাসী রনি হাসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রাসেল আহমদ টিটু, যুবলীগ নেতা আলমগীর জামান বুলবুল, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাহসান আহমদ সুনাম, উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনেল আহমদ, সাধারণ সম্পাদক মোস্তফা মারুফ রাজু প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..