সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৩
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে ‘জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের’ সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠান সম্পন্ন।
২২ ডিসেম্বর শুক্রবার বিকেলে দলদলি চা বাগান মাঠে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পলাশী মজুমদার( সিপিসিএম), এছাড়া সচেতনতামূলক সেশন পরিচালনা করেন শফিকুল ইসলাম( সিপিসিএম)ও পলাশী মজুমদার( সিপিসিএম)।
‘চল ফুটবল খেলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে ১৩ থেকে ১৭ বছরের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরী মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd