সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত ট্রেডের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৩ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় হল রুমে উপপরিচালক শাহনুর আলমের সভাপতিত্বে ও কম্পিউটার প্রশিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব( প্রশিক্ষণ পরিচালক) খোন্দকার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কো-অর্ডিনেটর শওকত ওসমান শামীম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, এসময় প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, গবাদিপশুর প্রশিক্ষনার্থী মোঃ আবু তাহের, ইলেকট্রনিকস প্রশিক্ষনার্থী এমরান হুসেন, পোশাক প্রশিক্ষণার্থী লোৎফা জাহান লিপি, ইলেকট্রিকেল হাউজারিং প্রশিক্ষণার্থী আলামিন,যাবাহান প্রশিক্ষণার্থী সফিউল আলম, কম্পিউটার বেসিক শিক্ষার্থী ফাহিমা খাতুন, উদ্দোক্তা মোঃ নুর উদ্দিন, আত্বকর্মী মাওলানা আবিদুর রহমান, প্রশিক্ষণার্থী শামিমা বেগম, সংগঠক জাকিয়া সুলতানা সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমীন বলেন, প্রশিক্ষনের কোনো বিকল্প ইেন। যুব উন্নয়ন অধিদপ্তররের মাধ্যমে হাজার হাজার দক্ষ যুব ও যুব নারীরা প্রশিক্ষণ নিয়ে আজ স্বাবলম্বী হচ্ছেন। বর্তমান সরকারের চ্যালেঞ্জ এদেশো বেকার থাকবেনা। উন্নয়নশীল দেশের মতো আমাদের দেশেও উদ্দোক্তা তৈরি হবে। কর্মসংস্হান তৈরি করে নিজেই নিজের পায়ে দাঁড়াবে। তিনি ট্রেডের সবার সাথে মতবিনিময়কালে আস্বস্ত করেন,সুনামগঞ্জের জন্য আরো ভালো কিছু উদ্যেগ নেওয়া হচ্ছে। একদম প্রত্যান্ত অঞ্চলে ইউনিয়নগুলোতে যাতে করে প্রশিক্ষণ পৌঁছানো যায়।
এসময় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মারুফ আহমেদ, গীতা পাঠ করেন অস্পিতা রানী দেবী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd