লালাবাজারে ২ বছরেও শেষ হয়নি সেতুর কাজ!

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

লালাবাজারে ২ বছরেও শেষ হয়নি সেতুর কাজ!

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: দুই বছরেও শেষ হয়নি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা হকিয়ারচর চৌমুহনীর ব্রিজ নির্মাণের কাজ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় জনসাধারণসহ এই সড়কে চলাচলকারীরা। এদিকে ব্রিজ নির্মাণ কাজে নিয়ম না মানারও অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

Manual6 Ad Code

 

স্থানীয়দের অভিযোগ, দুই বছর আগে শুরু হওয়া সেতুর নির্মাণ কাজে কর্তৃপক্ষের তদারকির ঠিকমতো না করার সুযোগ নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই দুই বছরে শেষ হয়নি ব্রিজটির নির্মাণ কাজ। আর ঠিকাদারের গাফিলতির কারণে ব্রিজটি কাজ আজও আটকে রয়েছে।

Manual2 Ad Code

 

লালাবাজার ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দুই বছর আগে এই সেতুর কাজ শুরু হলেও গেল বছরের ভয়াবহ বন্যায় কাজ বন্ধ হয়ে যায়। পরে সংশ্লিষ্ট ঠিকাদারি কাজ বন্ধ রেখে চলে গেলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় সেতুর নির্মাণের কাজ। ২০২৩-২০২৪ অর্থ বছরে ‘কালভার্ট মেরামত ও সংরক্ষণ এর আওতায় সিলেট জেলার কালভার্ট পুনর্বাসন স্কিম অনুমোদনে ৫০ লাখ ৮৩ হাজার ৫০ টাকা টাকায় অনুমোদন করে ব্যয় ধরা হয়েছে।

 

স্থানীয় জানান, লালাবাজার, নাজির বাজার, জালালপুর কেন্দ্রবিন্দু হল এই সেতু কিন্তু। এখানে যে সেতু ছিল তা চলাচলের মোটামুটি উপযোগী ছিল কিন্তু তড়িঘড়ি করে পুরাতন সেতু ভেঙে কাজ শুরু হয় নতুন সেতুর। তবে আজ আড়াই বছর পরেও সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়া বাঘর খলা, দশহাল, হকিয়াচড, জাফরাদ, মোল্লার বন, লোকজন কষ্ট করে চলাচল করছেন।

 

Manual5 Ad Code

এ ব্যাপারে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন বলেন, বর্তমানে সেতুর নির্মাণ কাজ শুরু প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে। আশা করছি কাজ দ্রুত শুরু হবে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে যোগ করেন চেয়ারম্যান।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..