নবীগঞ্জে প্রবাসী ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ চেষ্টায় লিপ্ত আপন ভাই ও চাচা!

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

নবীগঞ্জে প্রবাসী ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ চেষ্টায় লিপ্ত আপন ভাই ও চাচা!

Manual2 Ad Code

নবীগঞ্জ সংবাদদাতা: বিগঞ্জের নবীগঞ্জে এক প্রবাসীর সম্পত্তি আত্মসাৎ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি এই প্রবাসীকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি প্রদান করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।

Manual2 Ad Code

 

ভুক্তভোগী প্রবাসী নবীগঞ্জের ৫নং আউশকান্দি ইউনিয়নের সুনামপুর গ্রামের মৃত মুক্তার মিয়া তালুকদারের পুত্র খালেদ আহমদ তালুকদার।

Manual8 Ad Code

 

জানা গেছে- খালেদ আহমদ তালুকদার ৫নং আউশকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। এ বছরের জানুয়ারি মাসের ২৩ তারিখ ভিজিট ভিসায় লন্ডনে পাড়ি জমান। ৪ মাস অতিবাহিত হওয়ার পর দেশে যাওয়ার প্রস্তুতি শুরু করলে গোপন সূত্রে তিনি জানতে পারেন যে তার আপন ভাই ও চাচা একত্র হয়ে খালেদ আহমদ তালুকদার এর জায়গা সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টায় লিপ্ত রহিয়াছেন।

Manual3 Ad Code

 

এব্যাপারে খালেদ আহমদ তালুকদার জানান- আমার জায়গা সম্পত্তি আত্মসাৎ করতে ছাত্রলীগ করা আমার আপন ভাই ও যুবলীগ নেতা আমার চাচা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই ব্যাপারে আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করছেন। আমি দেশে এলে তারা আমাকে মেরে ফেলবে বলেও হুমকি দিচ্ছেন।

 

এছাড়াও নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ আহমদ, এস আই গৌতম কুমার ও তওহীদ ইসলামের সহযোগীতায় তারা নাকি আমাকে ইয়াবা কিংবা গাঁজা দিয়ে ফাঁসিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে। শুধু থানার প্রশাসন নয় র‍্যাবের বিভিন্ন সোর্স দিয়ে আমাকে হুমকি দেওয়াচ্ছে যা এখনও চলমান। তারা শুধু আমাকে নয় আমার পরিবারকেও ইতিমধ্যে ভয়ভীতি দেখাচ্ছে। তাদের ভয়ে আমার দুই সন্তানকে নিয়ে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যেতে বাধ্য হয়েছেন।

 

শুধু তাই নয় আমার ভাই ও চাচা আমার সম্পত্তি দেখিয়ে জালিয়াতির মাধ্যমে আমার নামে একটি ব্যাংক থেকে ১২ লক্ষ টাকার উত্তোলন করেছে। এই লোনের কিস্তির টাকা আমি পরিশোধ না করলে ব্যাংক কর্তৃপক্ষ আমায় খোঁজ করে। কিস্তি পরিশোধ না করলে তারা মামলা ও জায়গা দখল করবে বলে আমাকে হুমকি দিচ্ছে। এমতাবস্থায় দেশে ফিরলে আমাকে মেরে ফেলবে আমার বেঁচে থাকা সম্ভব হবে না। পরিশেষে আমি প্রশাসনের সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহ্বান করছি আমি ও আমার পরিবাবারের নিরাপত্তা নিশ্চিত করতঃ এবং তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..