সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে গরু চুরির সন্দেহে সালেহ আহমদ (২৫) নামে একজন স্থানীয়দের মারধরে নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) ভোরে গোয়াইনঘাটের উনাই হাওরে এ ঘটনা ঘটে। সালেহ গোয়াইনঘাট উপজেলার হাইডর (আমবাড়ী) গ্রামের আলাউদ্দিনের ছেলে।
জানা যায়, গোয়াইনঘাট সদর ইউনিয়নের উনাই হাওরে গরু চোর সন্দেহে সালেহকে মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে গোয়াইনঘাট থানা পুলিশ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে সালেহকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, সালেহ গরু চোর দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ছয়টি মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি নৌকা, ১১ বস্তা কাপড় ও দুইটি রামদা উদ্ধার করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd