তাহিরপুরে পর্যটকবাহী নৌকা বিদ্যুতের খুটিতে ধাক্কা লেগে নিখোঁজ ১

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৩

তাহিরপুরে পর্যটকবাহী নৌকা বিদ্যুতের খুটিতে ধাক্কা লেগে নিখোঁজ ১

Manual6 Ad Code

তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসা পর্যটকদের সঙ্গীয় ব্যক্তি (বাবুর্চি) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে তরং গ্রামের পিছনে পর্যটকবাহী চলন্ত নৌকায় পল্লী বিদ্যুতের খুটি সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে নিখোঁজের এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকার মাঝি শরীফ মিয়া সহ আরও দুই পর্যটক আহত হয়ে স্হানীয় শ্রীপুর উপস্বাস্হ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

হাফিজা পরিবহনের মাঝি শরীফ মিয়া এ প্রতিবেদককে জানিয়েছেন, তার নৌকায় করে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা থেকে একদল পর্যটক টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। হাওর ঘুরে রাত হয়ে গেলে সীমান্ত ঘেঁষা শহীদ সিরাজ লেকের (নিলাদ্রী) উদ্দেশ্যে যাওয়ার পথে রাত ৮টার দিকে তরং গ্রামের পিছনে বিদ্যুতের খুটিতে নৌকাটির ধাক্কা লাগে। এসময় নৌকায় থাকা একাধিক পর্যটকের সঙ্গে ওই ব্যক্তিও বিদ্যুতায়িত হন।

একাধিক পর্যটক হাওরের পানিতে পড়ে গিয়ে তীরে উঠতে পারলেও পর্যটকদের সঙ্গে আসা ব্যক্তি (বাবুর্চি) নিখোঁজ হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১২ টা) নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহিরপুর থানা পুলিশের টিম ও এলাকাবাসী।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, রাতের আঁধারে বিদ্যুতের খুটিতে ধাক্কা লেগে পর্যটকবাহী নৌকায় থাকা এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..