সুনামগঞ্জে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে দুই যুবক শ্রীঘরে

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

সুনামগঞ্জে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে দুই যুবক শ্রীঘরে

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: পূর্বশত্রুতার জের ধরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকেরগাও গ্রামের এক টমটম চালক কে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ২ যুবক ফেঁসে এখন জেল হাজতে গেছেন। তারা হলেন একই উপজেলার গৌরারং গ্রামের মৃত আজমান আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৬), টুকেরগাও গ্রামের মাহমদ আলীর ছেলে সুহেল আহমদ (২৯)।

Manual1 Ad Code

এই দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং হলো জিআর ২৫৪/২৩। উক্ত ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল সাড়ে নয়টায় সিলেট সুনামগঞ্জ সড়কের কিছুক্ষণ ক্যান্টিনের সামনে।

পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,শহরের ট্রাফিক পয়েন্ট হতে ১টি যাত্রিবাহী টমটম গাড়ীযোগে কতিপয় লোকজন যাত্রীবেশে মাদকদ্রব্য নিয়ে ওয়েজখালীর দিকে যাচ্ছে। শহরের মল্লিকপুরস্হ কিছুক্ষণ ক্যান্টিনের সামনে গেলে টমটম গাড়িটি আটক করি। এসময় গাড়িতে থাকা যাত্রীদের দেহ তল্লাশী করি। গাড়ীর পেছনে আসামী দেলোয়ার হোসেন এর হেফাজতে থাকা সীট থেকে পলিথিনে মোড়ানো ৬০০ শত গ্রাম গাঁজা পাওয়া যায়।পরে আসামী দেলোয়ার হোসেন এর দেওয়া তথ্য ভিত্তিতে সহযোগী সুহেলকে শহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়।

আসামী দেলোয়ার হোসেন ও সুহেলকে উদ্ধারকৃত গাঁজা বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পর জানায়,টমটম চালক দেলোয়ারের প্রতিপক্ষ টুকেরগাও গ্রামের আলী নূর নামক ব্যক্তির নিকট হতে মাদক নিয়ে শহরে এসেছিলেন তারা। টমটম চালক দেলোয়ার হোসেন জানান, যাত্রী ২ জনই আমাদের এলাকার। তারা আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে টমটমে গাঁজা রেখে চলে যাওয়ার মূহুর্তে পুলিশ এসে তাদেরকে আটক করে।

Manual3 Ad Code

কেনো ফাঁসাতে চেয়েছিলেন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আলী নূরের পরিবারের লোকজন আমাদের বসতবাড়ীর ৮ শতক জায়গা দখল করে নিয়েছে। এ ব্যাপারে মামলা আদালতে চলমান রয়েছে। এ মামলা প্রত্যাহার না করায় আমাদেরকে তারা বাড়ি থেকে তাড়াতে ও প্রাণনাশের হুমকি দেয়।এবং গভীর রাতে বাড়িতে ঢিল ছুঁড়ে ঘুমের ব্যাঘাত ঘটায়।অবশেষে আমাকে গাঁজা দিয়ে ফাঁসাতে চেয়েছিল আলীনূর। আমি নির্দোশ থাকায় রেহাই পাই।

Manual5 Ad Code

এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সূত্রের ভিত্তিতে আমরা গাঁজা সহ দুইজন আসামীকে আটক করেছি। বর্তমান তারা জেলহাজতে রয়েছে। গডফাদার আলীনূরকে খোঁজছে পুলিশ। বিষয়টি রহস্যজনক বিধায়,তদন্ত করা হচ্ছে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..