কোম্পানীগঞ্জে মাছের পরিবর্তে জেলেদের জালে লাশ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

কোম্পানীগঞ্জে মাছের পরিবর্তে জেলেদের জালে লাশ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাওরে নৌকা ডুবে নিখোঁজ ফরিদ মিয়ার লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা আড়াইটায় স্থানীয় জেলেদের জালে উঠে তার লাশ।

Manual2 Ad Code

এর আগে বুধবার সকাল ৫ টায় নৌকা ডুবে নিখোঁজ হোন ফরিদ মিয়া। তিনি উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত ছায়েব আলীর পুত্র। বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা খোজাখুজি করলেও তার কোনো খুঁজ মেলেনি।

Manual6 Ad Code

ফরিদ মিয়া উপজেলার পশ্চিমইসলাম পুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত্যু ছায়েব আলীর পুত্র। তিনি দুই ছেলে ও মেয়ে সন্তানের জনক। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া বলেন, সকাল ভোরে লম্বাকান্দি গ্রাম হতে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে যায়, লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে আফালে (ঢেউ) নৌকা ডুবে যায়।

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন জানান, লাশ পাওয়া গেছে আমরা খবর পেয়েছি। আমরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..