সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
বড়লেখায় মাদ্রাসাছাত্র সুরুজ আলী হত্যা মামলার রায় ঘোষণা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বড়লেখায় মাদ্রাসা ছাত্র সুরুজ আলী হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। গতকাল মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। রায়ে ৩ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। তন্মধ্যে প্রধান আসামী জিসু চন্দ্র দাসকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। তিনি বড়লেখা থানার মিহারী গ্রামের মৃত জিতেন্দ্র চন্দ্র দাসের পুত্র। মামলার অন্য দুই আসামী সঞ্জিব দাস এবং পলাশ চন্দ্র দাসকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে বড়লেখায় মাদ্রাসা ছাত্র সুরুজ আলীকে হত্যার দায়ে বড়লেখা থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন সুরুজ আলীর ভাই আয়াজ আলী। জিআর নং-১৭০/২০১৯। ধারা: ৩০২/৩৪ দন্ডবিধি। মামলার তদন্তকারী অফিসার আদালতে চার্জশীট দাখিলের পর ১৫/০১/২০২০ ইং তারিখে আদালত চার্জ গঠন করে এবং দায়রা মামলা নং- ৮৪১/২০১৯ মূলে বিচার প্রক্রিয়া শুরু করে। মোট স্বাক্ষী ৮ জন। বিগত ১০/০৪/২০২৩ ইং তারিখে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়। বাদী ও স্বাক্ষীদের জবানবন্দি, দীর্ঘ শুনানী ও বাদী-বিবাদী পক্ষে যুক্তিতর্ক শেষে গতকাল ১২/০৭/২০২৩ ইং তারিখে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন এবং পলাতক আসামীদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যুর আদেশ প্রদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd