জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে ঢাকার কলেজ ছাত্র নিখোঁজ

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩

জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে ঢাকার কলেজ ছাত্র নিখোঁজ

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জাফলংয়ে নদীতে নেমে নিখোঁজ হয়েছেন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শেণির এক ছাত্র। তার নাম আল-ওয়াজ আরশ (১৫)। আরশ কুমিল্লা জেলার ব্রামণপাড়া থানার শিদলাই গ্রামের বাসিন্দা পুলিশ পরিদর্শক জাহেদুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় পিয়াইন নদীর জিরো পয়েন্টে সাঁতার কাটতে নেমে প্রবল স্রোত ভেসে যায় আরশ।

ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরশ, তার বাবা মা ও ছোট ভাই মিলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। বাবা-ছেলে মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় এক পর্যায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছেন দেখে লোকজন বাবাকে উদ্ধার করতে পারলেও মুহুর্তে প্রবল স্রোতের টানে ছেলে আরশ তলিয়ে যায়।

Manual7 Ad Code

স্থানীয় এক নৌকা চালক বলেন, ‘পিয়াইন নদীতে স্রোতে পর্যটক তলিয়ে যাচ্ছেন দেখে আমরা নৌকা নিয়ে এগিয়ে যাই। বাবাকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু ছেলেকে আমরা খুঁজে পাইনি।’

রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরশের হদিস পাওয়া যায়নি। তার সন্ধানে প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে।

Manual2 Ad Code

পর্যটক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. রতন শেখ বলেন, ‘‘পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।’’

Manual1 Ad Code

এরআগে গত রোববার সিলেটের আরেক পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে সাঁতার কাটতে গিয়ে নিঁখোজ হন আব্দুস সালাম নামের এক পর্যটক। প্রায় ৪৪ ঘন্টা পর মঙ্গলবার তা্র লাশ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..