মিডিয়াঙ্গনে সেরা অদম্য সাংবাদিক রায়হান!

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩

মিডিয়াঙ্গনে সেরা অদম্য সাংবাদিক রায়হান!

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেটের একজন সুপরিচিত মুখ সাংবাদিক মোঃ রায়হান হোসেন। সংবাদের পেছনে ছুটে চলাই যার কাজ। নেশাকে কিভাবে পেশা করা যায় বিশেষ করে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়া যে কোন মানুষের পক্ষে সম্ভব তার প্রমাণ রায়হান। এই মানুষটি তো আমাদের অন্য সহকর্মীদের থেকে একটু আলাদা। ঠিক যেনো এক জ্বলন্ত বারুদ। তার ভিতর প্রচন্ড রকমের কী একটা জেদ। কিছু একটা করে দেখানোর, কিছু একটা প্রমাণ করার এক দুরন্ত প্রচেষ্টা। কাজের প্রতি একাগ্রতায় খুব অল্প দিনেই সিলেটে সংবাদপত্রের জগতে পরিচিতি লাভ করে সে।

 

Manual1 Ad Code

দিন নেই রাত নেই তিনি বিরামহীন ছুটে বেড়াতে থাকেন সংবাদের পিছনে। যখনই তার সাথে দেখা হয় তখনই দেখি তার মাথায় ওই একই চিন্তা। কিভাবে মানুষের দোরগোড়ায় পৌছানো যায়। তার এই পথচলা যে মসৃণ ছিলো তা কিন্তু নয়। অতীতে তাকে পাড়ি দিতে হয়েছে অনেক লম্বা পথ। সবকিছু পিছনে ফেলে তিনি অদম্য গতিতে ছুটে চলেছেন। নিজের প্রতি বিশ্বাস ও কঠোর পরিশ্রমই ছিলো তার মূল সম্বল। ব্যতিক্রমী চিন্তাধারায় তিনি সংবাদের খোঁজে চষে বেড়াচ্ছেন সিলেট জেলা। অতীতে এগাধারে তিনি সিলেট জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার উপর বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছেন। তার এই অভাবনীয় সাফল্যের তাকে সামনে দিকে এগুতে সাহায্য করেছে।

 

মিডিয়াঙ্গনে “ক্রাইম রায়হান” বলে অধিক পরিচিতি তার। বর্তমানে সে সমাজ ও রাষ্ট্রে বিচরণকারী অপরাধীদের (ক্রাইমার) মূখোশ উন্মোচনে প্রকাশিত অনলাইন “ক্রাইম সিলেট” পত্রিকার ক্রাইম প্রতিবেদক ও বাংলাদেশের শীর্ষ জাতীয় দৈনিক ‘বাংলাদেশ সমাচার’ পত্রিকার বিশেষ প্রতিনিধি। এক পা দু’পা করে মিডিয়াঙ্গনের পথ হেঁটে চলা রায়হান এখন দুর্দান্ত ও দুর্বার গতির এক ক্রাইম প্রতিবেদক।

 

Manual6 Ad Code

সিলেটের সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ছেলে রায়হান। ওই ইউনিয়নের আট গাঁও কেওয়া গ্রামে ১৯৯৭ সালে জন্ম নেওয়া রায়হানের বর্তমান বয়স ২৬ বছর। মা-বাবার এক সন্তান রায়হান ছিল প্রখর মেধাবী। শৈশবকালে মেধাবীরা হয়ে থাকে স্বভাবগত অনেকটা দুষ্টু। তবে রায়হান স্বভাবগত দুষ্টু হলেও লেখাপড়ায় ছিলো খুব মনোযোগী। ২০১৪ সালে জহিরিয়া এম.ইউ.উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৬ সালে শাহজালাল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি শেষ করেই সটকে পড়ে সে। দুষ্টুমী ও শখের বশীভুত হয়ে এক পর্যায়ে মেধা বলে পা রাখতে শুরু করে মিডিয়াঙ্গনে। জন্মগত মেধা ও দুষ্টুমি স্বভাবকে কাজে লাগাতে থাকে সমাজের অপরাধ-অপকর্মের চুলচেরা অনুসন্ধানে। ক্রমান্বয়ে আজ হয়ে ওঠে সে ‘ক্রাইম রায়হান’।

 

Manual5 Ad Code

রায়হান হোসেন ২০১৭ সালে প্রথমত ‘হলি সিলেট২৪ ডটকম’ নামের একটি অনলাইন পত্রিকার রিপোর্টার হিসেবে যোগদান করে মিডিয়াঙ্গনে। মূলত তার সৎ সাহস আর অনুসন্ধানী প্রতিবেদনই রায়হানকে মিডিয়াঙ্গনে নিয়ে যায় বহুদুর। সে কাজ পায় সিলেটের অপরাধীদের আতংক বলে খ্যাত অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম সিলেটে। এখান থেকেই শুরু তার যুগল জীবনের। সিলেটের গোয়াইনঘাটের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে নিয়েই শুরু তার দাম্পত্য জীবন ও সুখ-দুঃখের সংসার। সংসার জীবনে তার রয়েছে ৩ বছর এক পুত্র সন্তান ও ১ বছরের এক কন্যা সন্তান।

 

রায়হান শুধু অনলাইন মিডিয়ায় কাজ করেনি। সে কাজ করেছে বহু খ্যাত অখ্যাত বহু প্রিন্ট মিডিয়ায়। কাজ করেছে অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা, জাতীয় দৈনিক মাতৃজগৎ ও জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকায়। সে জাতীয় পত্রিকার পাশাপাশি কাজ করেছে স্থানীয় দৈনিক সিলেটের হালচাল, দৈনিক সিলেট এক্সপ্রেস, দৈনিক সোনালি সিলেট ও দৈনিক জৈন্তা বার্তা পত্রিকায়। সে বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে সনদ প্রাপ্ত এবং একাধিক সাংবাদিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট। এক কথায় মিডিয়াঙ্গনে সেরা অদম্য সাংবাদিক রায়হান।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..