সিলেট ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি: নব নির্বাচিত কাউন্সিলরদের সাথে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী ঢাকায় অবস্থান করছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
শনিবার (১ জুলাই) বিকেলে তারা সিলেট থেকে সড়কপথে যাত্রা শুরু করেন।
সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করবেন সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র-কাউন্সিলবৃন্দ।
এর আগে রবিবার (২ জুলাই) বিকেল ৪টায় একই স্থানে মেয়র-কাউন্সিলদের শপথ মহড়া অনুষ্ঠিত হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শপথ অনুষ্ঠানের বিষয়টি জানানো হয়েছে।
এতে জানানো হয়, সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করাবেন। আর নবনির্বাচিত কাউন্সিলবৃন্দকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
এছাড়াও, রবিবার (২ জুলাই) বিকেল ৪টায় একই স্থানে মেয়র-কাউন্সিলদের শপথ মহড়া অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd