অপরিকল্পিত উন্নয়ন: ওসমানী মেডিকেলে পানি, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা!

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩

অপরিকল্পিত উন্নয়ন: ওসমানী মেডিকেলে পানি, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা!

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক: রাস্তাঘাটের অপরিকল্পিত উন্নয়ন ও ক্রমাগত উঁচুকরণের ফলে সিলেট নগরের বাসাবাড়ি মার্কট, বিপণীবিতান, স্কুল কলেজ মাদ্রাসা ও হাসপাতালসহ অধিকাংশ স্থাপনা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতার । নগরের সরকারী বেসরকারী অধিকাংশ স্থাপনা ও বাসাবাড়ি রাস্ত অপেক্ষা নিচু হয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তা শুকিয়ে গেলেও বাসাবাড়ি ও স্থাপনার পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। বাসাবাড়ি ও স্থাপনার ভেতরে ও আঙ্গিনায় দীর্ঘসময় আটকে থাকে বৃষ্টির পানি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

 

গত ৫ দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরের অনেক রাস্তা-ঘাট। পাশাপাশি পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি স্কুল কলেজ মার্কেটসহ অফিস আদালতের আঙ্গিনায় । এমনকি তলিয়ে গেছে অনেক স্থাপনা।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

রোববার (২ জুলাই) দিনভর বৃষ্টিপাতের কারণে নগরের তালতলা, লামাবাজার, কাজলশাহ, হাওয়াপাড়া প্রভৃতি এলাকায় ঘরে হাটু সমান পানি জমে গেছে। বৃষ্টি থামলে রাস্তার পানি সরে গেলেও বাসাবাড়ি ও স্থাপনা নিচু হওয়ায় সহসা নিষ্কাশণ হচ্ছেন পানি।

 

সিলেটে স্বাস্থ্যে বিভাগের সবচেয়ে বড় ভরসার স্থল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজও তলিয়ে গেছে। পানি ঢুকেছে মেডিকেল কলেজ ভবনে। এ ভবনের নিচতলার প্রতিটি কক্ষে হাটুসমান পানি জমেছে এবং সময় যত বাড়ছে পানিও তত বাড়ছে।

 

দেখা যায়, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে পানি ঢুকে গেছে। পানি ঢুকেছে নতুন বিল্ডিংয়েও। তবে কোনো যন্ত্রাংশ পানিতে ডুবেনি। তবে মেডিকেল কলেজের সবকটি নিচতলার সব ক’টি কক্ষ পানিতে তলিয়ে গেছে।

 

Manual8 Ad Code

পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘হাসপাতালের পিছনের নালা উপচে পানি ঢুকছে। মেডিকেল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। একেকটি কক্ষে হাটুসমান পানি।’

 

Manual8 Ad Code

এ বিষয়ে বক্তব্য নিতে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে রোববার বিকেলে সাংবাদিকরা তাঁকে মুঠোফোনে পাননি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..