সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক :: শপথ নিতে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর গাড়িবহর। এতে দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আগামী ৩ জুলাই সিসিক নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ঢাকায় শপথ নিবেন। এর জন্য তারা গাড়িবহর নিয়ে আজ ঢাকায় যাচ্ছিলেন।
গাড়িবহরে থাকা সিলেট প্রতিদিনের সম্পাদক ও আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্টজন সাজলু লস্কর শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে বলেন- ‘বহরের একটি গাড়ি সামনের গাড়িকে সামান্য ধাক্কা দিয়েছে। এতে ওই দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বেশি কিছু হয়নি। কেউ হতাহত হননি। বৃষ্টিভেজা সড়কের জন্য অসাবধানতাবশত এটি ঘটেছে। সবাই নিরাপদে ঢাকায় এসে পৌঁছেছি।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd