সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুন ২২, ২০২৩
কুলাউড়া প্রতিনিধ: কুলাউড়া থানায় স্থানীয় বাসিন্দা সঞ্জিব দত্ত ও তার পরিবারের বিশাল সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্টান ২০১৯ সাল থেকে দখল করে রেখেছে এক প্রভাবশালী উগ্রবাদী নেতা ইলিয়াস আলী। জায়গাজমি দখল করেও সঞ্জিব দত্তের পরিবরের উপর মিথ্যা মামলা দিয়ে সঞ্জীব দত্ত ও তার ছোট লেলেকে প্রায় তিন বছরের ও বেশিদিন যাবত জেলে ঢুকিয়ে রাখে ইলিয়াস আলী। অন্যদিকে বড় ছেলে (সম্রাট দত্ত) প্রাণ রক্ষায় চেষ্টায় আজও পালাতক জীবনযাপন করছেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে সঞ্জিব দত্ত ও তার ছেলে জামিনে মুক্ত হলে তারা পুনরায় তাদের সম্পত্তি ফেরত পাইতে আইনের আশ্রয় নিলে একদিকে দখলদার ইলিয়াছ আলী যেমন তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জন্য সঞ্জিব দত্ত তার পরিবারকে হত্যার হুমকি দিতে থাকে। অন্যদিকে পুলিশ ইলিয়াছ আলীর বিরুদ্ধে কোন ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার বদলে সঞ্জিব দত্তের পরিবারকে নানা ভাবে হয়রানি করছে। সঞ্জিব দত্তের এক নিকট আত্মীয় জানান যে, গত ২০/০৬/২০২৩ইং তারিখে রোজ মঙ্গলবার রাত অনুমানিক ১২.০০ ঘটিকার সময় স্বাস্থ পরীক্ষা করাইয়া শহর হইতে বাড়িতে ফেরার পথে কুলাউড়া চৌমুহনা সামনে সঞ্জিব দত্ত ও তার ছেলে ঝুমন দত্তকে একা পাইয়া ইলিয়াছ আলী ও তার গ্রুপের লোকজন অতর্কিত ভাবে হামালা চালাইয়া এলোপাতারি মারধর করিতে থাকিলে সঞ্জিব দত্ত ও তার ছেলের হাল্লা চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে ইলিয়াছ ও তার গ্রুপের লোকজন ঘটানস্থল হইতে পালাইয়া যায়। আশপাশের লোকজন সঞ্জিব দত্ত ও তার ছেলেকে গরুতর আহত অবস্থায় প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ কমপেলেক্সে নিয়ে গেলে তাদেও অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তবরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে রেফার করেন। পরবর্তীতে ঐই দিন অর্থাৎ ২১-০৬-২০২৩ইং তারিখে রাত অনুমানিক ৩.০০ ঘটিকার সময় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জিব দত্তকে মৃত ঘোষনা করেন এবং ঝুমন দত্ত চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই ঘটানার পর কুলাউড়ার নিকটবর্তী হাতে গুনা কয়েকটি সংখ্যালগু পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তাদের দাবী প্রতিনিয়ত এভাবে হিন্দুরা নির্যাতিত হচ্ছে তুবুও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। তাই গোটা এলাকা আজ হিন্দু শূন্য হয়ে গেছে। এই বিষয়ে কুলাউড়া থানায় ইলিয়াছ আলী ও তার সঙ্গীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd