সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : বজ্রপাতে সিলেটের বিশ্বনাথে রোববার (১৮ জুন) সকালে সুজন আহমদ (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূর বক্সের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে বৃষ্টি চলাকালে তেলিকোনা গ্রামের দক্ষিণে অবস্থিত শীতলী দেবীর মন্দিরের কাছের জমিতে থাকা নতুন পানিতে মাছ ধরছিলেন সুজন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে সে পানিতে লুটিয়ে পড়েন।
বজ্রপাতে তার পেটের কিছু অংশ পুড়ে যায়। ঘটনাস্থলের অদূরে মাছ শিকারে থাকা পার্শ্ববতি পালেরচক গ্রামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসেন। এরপর সুজনের আত্বীয়-স্বজন চিকিৎসার জন্য তাকে নিয়ে যান।
গুরুতর আহত সুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আহত সুজনের চাচাতো ভাই মোজাহিদ আলী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd