সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩
মানে শুধু শাস্র জ্ঞান অর্জন নয়।শিক্ষার মূল উদ্দেশ্যজ্ঞান অর্জনের মাধ্যমে মনের জানালা খুলে দেয়া , মনকে বিকশিত ও উন্মুক্ত করা। কেউ যদি কাউকে বিচার করে,তাকে পাত্তা না দিয়ে বিশেষ করে সে যদি মনিটরের পেছনে লুকিয়ে থাকা কোন চরিত্র হয়। বিজ্ঞান যদি অন্ধকারে একটা অনুসন্ধান হয় , তাহলে মনবতা হল সেই মোমবাতি যা আমাদের দেখাবে আমরা কোথায় আছি, সামনে বিপদ আছে কিনা।
আমরা যদি ঘুমানোর সারা দিনের ভালো কাজগুলি অনুসন্ধান করি তা হলে আমাদের জীবন বদলে যাবে। আগে প্রতি রাতে শুয়ে ভাবতাম কত কি ভুল করলাম , আগামী দিন না জানি কত ভুল করতে যাচ্ছি । এখন ভাবি আজ কি কি পেলাম! আসলে —
ভালবাসা ” থেকে মানুষ নূতন কিছু করার প্রেরণা পায়, পতন থেকে উঠে দাঁড়ানোর শক্তি পায়। ভালোবাসা ই সকল শক্তির উৎস। জীবনের সর্ব ক্ষেত্রে ভালোবাসার প্রয়োজন।
লেখক – অমিতা বর্দ্ধন, কবি ও প্রাবন্ধিক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd