পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩

পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশের নেতৃত্ব অব্যাহত রাখতে তিনি আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে দায়িত্ব ছেড়ে দেবেন এবং দেশটির সাধারণ নির্বাচনেও আর অংশ নেবেন না। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

Manual1 Ad Code

এদিন স্থানীয় সময় সাংবাদিকদের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি আমি শেষ অফিস করবো।’

Manual4 Ad Code

 

অশ্রুভেজা চোখে আর্ডার্ন বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার কঠিন সাড়ে পাঁচটি বছর ছিল এবং আমি কেবল একজন মানুষ ছিলাম এবং আমাকে সরে যেতে হবে।’

 

জেসিন্ডা বলেন, ‘আমি জানি এই সিদ্ধান্তের পরে অনেক আলোচনা হবে। আমার মনে হচ্ছে প্রায় ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের সবটুকু দিয়েছি। নতুন করে আর কিছু করার নেই। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

 

তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদরা মানুষ। আমরা যতটা পারি, যত দিন পারি, তত দিনই সবটুকু দিই এবং তারপর একদিন সময় আসে এবং আমার জন্য এটাই সময়।’

 

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের নতুন তারিখও জানিয়ে দিয়েছেন জেসিন্ডা আর্ডার্ন। তিনি জানান, ২০২৩ সালের ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

জেসিন্ডার দল লেবার পার্টি দুই বছর আগে দেশটির সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। সম্প্রতি দেশটিতে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত অবস্থানে আছে কনজারভেটিভ পার্টি। ধারণা করা হচ্ছে, এ বছরের নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তার দল। তবে আর্ডার্ন বিশ্বাস করেন, আসন্ন নির্বাচনে লেবার পার্টি জিতবে।

 

উল্লেখ্য, ২০১৭ সালে নিউজিল্যান্ডের জোট সরকারের প্রধানমন্ত্রী হন জেসিন্ডা আর্ডার্ন। সূত্র: রয়টার্স

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..