সুরমাপারের ওয়াকওয়ে ব্যবসা সরেজমিনে ভিন্ন চিত্র ও তথ্য

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১

সুরমাপারের ওয়াকওয়ে ব্যবসা সরেজমিনে ভিন্ন চিত্র ও তথ্য

নিজস্ব প্রতিবেদক ::নগরের সুরমা পারের ওয়াকওয়েতে যারা ব্যবসা করছে, তারা নিজেরাই এর দখলকার। এখানে অন্য কোন চক্র দোকান ভিটা লিজ দেয়নি এবং কেউই লিজ গ্রহণ করনি।

চটপটি ও স্টল ব্যবসায়ীরা বাইরে থেকে টং দোকান ও ভ্যান বানিয়ে এনে নিজরাই জায়গা জুড়ে এখানে ব্যবসা করছে। দোকান ভিটা লিজ প্রদান ও গ্রহণের অভিযোগের ব্যাপারে ব্যবসায়ী মামুন জানান, জনৈক আয়াত আলীর কাছ থেকে তিনি ৬০ হাজার টাকা দিয়ে মালামালসহ ভ্যান গাড়ী কিনেছেন মাত্র। দোকান ভিটার কোন মূল্য দেন নি।

তিনি অন্য ব্যবসায়ীদের মত নিজ উদ্যোগে ওয়াকওয়েতে দোকানের জায়গা জুড়ে এবং ক্রয় করা ভ্যান বসিয়ে ব্যবসা করছেন। সরেজমিনে সকল ব্যবসায়ী জানান, তারা কাউকে ভিটার মূল্য দিয়ে দোকান বসান নি। তারা বলেন এটা সরকারী জায়গা। এটা কেনা বেচার বা লিজ দেওয়া ও নেওয়ার কোন প্রশ্নই ওঠে না।

প্রশাসন যখনই চায় তখনই তারা ভ্যান দোকান সরিয়ে নিতে বাধ্য থাকেন। লিজ প্রদান ও লিজ গ্রহণের তথ্য সত্য নয় বলে জানান ওয়াকওয়ে ব্যবসায়ীরা। তারা আরো বলেন পর্যটক ও দর্শনার্থীদের সেবায় ও সুবিধার্থেই আমরা দোকান বসিয়েছি। তাদের চেয়ার দিয়ে বসিয়ে সুরমা ও সুরমা পারের সৌন্দর্য উপভোগ করার সুযোগ দিয়ে থাকি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2021
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..