সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে লেছু মিয়া (৩৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। লেছু মিয়া তাড়ল ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটিধল গ্রামে এই ঘটনা ঘটে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিবেশী শহীদ মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে লেছু মিয়ার পরিবারের বিরোধ চলছে। এর জের ধরে শহীদ মিয়ার ছেলে জেন্টু মিয়া লেছু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কয়েকটি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দিরাই হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট হাসপাতালে পাঠালে সোমবার দুপুরে তার মৃত্যু হয় ।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতকদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd