সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১
স্টাফ রিপোর্টার :: সিলেটের জৈন্তাপুরে ভারতীয় পাতার বিড়ির বড় চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯। শনিবার দিবাগত (৪ জুলাই) মধ্যরাতে জৈন্তাপুরের শিকার খাঁ গ্রাম থেকে ১০ লক্ষাধিক পিস পাতার বিড়ির এ চালান জব্দ করা হয়।
র্যাব জানায়, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৯ এর সদর ব্যাটালিয়নের একটি দল জৈন্তাপুরের শিকার খাঁ গ্রামে অভিযান চালিয়ে ১০ লক্ষ ৮ হাজার পিস পাতার বিড়ি জব্দ করে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর সি.ও লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম (পিএসসি, এএসসি) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম। পরবর্তীতে জব্দকৃত বিড়ির চালান জেলা কাস্টম্স অফিসে হস্তান্তর করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd