সিলেট ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : পরিচয় হওয়ার পর প্রেমিকা নিবেদিতার কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নেন প্রেমিক অঙ্কিত চৌধুরী। সেই টাকা বারবার চেয়েও পাচ্ছিলেন না নিবেদিতা। ধারের টাকা ফেরত চাওয়াতেই নিবেদিতাকে তার প্রেমিক খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, গত ১৬ জুন নিবেদিতা আত্মহত্যা করেছে বলে জানায় তার প্রেমিক অঙ্কিত। অঙ্কিত বলেন, ‘আত্মহত্যা করেছে নিবেদিতা। আমি ওর দেহ পুড়িয়ে দিয়েছি।’ এরপরই সন্দেহ নিহতের পরিবারের।
অঙ্কিত ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ার দুর্লভপুরে নিবেদিতার বোন অন্তরা মুখোপাধ্যায় বলেন, ‘নিবেদিতার সঙ্গে অঙ্কিতের বিয়ের সব ঠিকঠাক ছিল। ২০২০ সালের নভেম্বর মাসে উত্তরপ্রদেশের শোনপুরি গ্রামে অঙ্কিতের বাড়িও চার-পাঁচদিনের জন্য গিয়েছিল নিবেদিতা। দুই পরিবারের সহমতে তাদের বিয়ের সবকিছুই ঠিকঠাক ছিল। তারপরই ৬০ হাজার টাকা ধার নেয় অঙ্কিত।’
তিনি আরও বলেন, ‘সেই টাকা বারবার চেয়েও অঙ্কিতের কাছে পাচ্ছিল না নিবেদিতা। তাই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্বও শুরু হয়। সেই টাকা না দেওয়ার বিষয়ে একাধিকবার পরিবারকেও জানায় নিবেদিতা।’ টাকার লোভেই নিবেদিতাকে তার প্রেমিক অঙ্কিত মেরে ফেলেছে বলে অভিযোগ করেন নিবেদিতার বোন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd