সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১
কোম্পানীগঞ্জ সংবাদদাতা :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রাজনগর গ্রামের কুখ্যাত ডাকাত দুলাল মিয়া (২৯) কে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার উত্তর রাজনগর গ্রামের মো. ইউনুস আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার ঢালারপাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনিক বড়ুয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল মিয়াকে বিকালে আদালতে প্রেরণ হয়েছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ডাকাত দুলাল মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে দীর্ঘ দিন ধরে ডাকাতির সাথে জড়িত রয়েছে।তার বিরুদ্ধে ৩টি ডাকাতি ও ২টি দ্রুত বিচার মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd