দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৯ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৯ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেফতার ২

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে নয় লক্ষ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার ও দুই জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৯ জুন)  রাত ১২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর সাকিনস্থ রাজদূত কমিউনিটি সেন্টারের সামনে অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন খানের দিক নির্দেশনায় এসআই কল্লোল গোস্বামী, এসআই যতন চন্দ্র পাল, এএসআই আপন মিয়া, এএসআই মো: মোখলেছুর রহমান, এএসআই শেখ সাদী ও র্ফোসসহ অভিযান চালিয়ে ভারতীয় পণ্য উদ্ধার ও দুই জন চোরাকারবারীকে গ্রেফতার হয়।

গ্রেফতাকৃতরা হলেন- বরিশালের হিজলা থানার বদরটুনি এলাকার চর ছয়গা গ্রামের হাবিবুর রহমান ব্যাপারীর ছেলে মো: মহি উদ্দিন (২৮), ও পাবনা সদরের মজিদপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে আসাদ আলী (৪৮)।

Manual2 Ad Code

তাদের কাছ থেকে ১টি ট্রাক সহ অনুমান নয় লক্ষ টাকার ভারতীয় বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল সহ বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৮, তারিখ-২৯/০৬/২০২১খ্রি:, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়েছে।

ভারতীয় পণ্য উদ্ধার ও দুই জন চোরাকারবারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..