জাদুকাটায় পাহাড়ি ঢলের পানিতে দুই সহোদর নিখোঁজ ও অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

জাদুকাটায় পাহাড়ি ঢলের পানিতে দুই সহোদর নিখোঁজ ও অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টিপাতে সীমান্তের ওপার হতে উজানের পাহাড়ি ঢলের পানিতে পড়ে একই পরিবারের দুই সহোদর নিখোঁজ হয়েছেন। একই সাথে উজানের পাহাড়ি ঢলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্যার করেছে থানা পুলিশ।

Manual5 Ad Code

বুধবার সন্ধায় সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, উপজেলার ইসলামপুর গ্রামের পশ্চিমে হাওরে থাকা ঢলের পানিতে ভেসে আসা ৪৫ বছর বয়সি এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত লাশ উদ্যার করা হয়েছে।

তিনি আরো বলেন, লাশ উদ্যারের পর মর্গে পাঠানো হয়েছে, নিহতের পরিচয় নিশ্চিত হতে জিডি মুলে দেশের সকল থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়েছে।

অপরদিকে সীমান্ত নদী জাদুকাটা দিয়ে দৈয়ে আসা উজানের পাহাড়ি ঢলের পানিতে পড়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের একই পরিবারের দুই সহোদর নিখোঁজ হয়েছেন।

Manual4 Ad Code

উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মস্তু মিয়ার শিশু পুত্র মেরাজুল ইসলাম (১০) ও খাইরুল ইসলাম (৭) মঙ্গলবার বিকেলের দিকে নিখোঁজ হন।,

Manual1 Ad Code

বুধবার সন্ধায় উপজেলার মিয়ার চর গ্রামের মস্তু মিয়া জানান, উপজেলার মিয়ারচর গ্রামের বাড়ি হতে উজানের পাহাড়ি ঢলের পানি দেখতে স্থানীয় মিয়ারচর বাজার সংলগ্ন নদী তীরে রাখা বলগেট (ইঞ্জিন চালিত) নৌকায় উঠে আমার শিশু পুত্র মেরাজুল ইসলাম।

আমার অপর শিশু সন্তান মেরাজুল বিষয়টি দেখে বাজারে আমাকে জানানোর পর তাকে ছোট ভাইকে বাড়ি ফিরিয়ে আনতে নদীর তীরে পাঠাই। এরপর দুই সহোদরই আর বাড়ি[ ফিরে আসেনি।

তিনি আরো বলেন, আমাদের পরিবার ও এলাকার লোকজনের ধারণা ঢলের পানিতে পড়েই আমার দুই শিশু সন্তান নিখোঁজ হয়েছেন।,
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, বুধবার সকাল হতে সন্ধা অবধি বিশ্বম্ভরপুর হতে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্তল জাদুকাটায় সন্ধান চালালেও দিনভর ওই দুই সহোদরের সন্ধান মেলেনি।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..