সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে লকডাউনের প্রথম দিনে বিধি ভঙ্গ করে বিভিন্ন গণপরিবহন চলাচল করায় চালক-মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের এবং বেশ কিছু গাড়ি জব্দ করেছে মেট্রোপলিট পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (২৮ জুন) দিনব্যাপী সিলেট নগরী ও শহরতলির বিভিন্ন স্থানে পুলিশের এসব অভিযান চলে।
দেশে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় সোমবার (২৮ জুন) থেকে তিন দিন সীমিত ও আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
এই সময়ে রিকশা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরণের যাত্রীবাহী গাড়ি বন্ধ থাকার নির্দেশনা থাকলেও সোমবার ভোর থেকেই সিলেটজুড়ে দাপিয়ে বেড়াচ্ছিলো সিএনজি অটোরিকশা। সোমবার রাত ১১টা (এ রিপোর্ট) লেখা পর্যন্ত নগরীতে অটোরিকশা যাত্রী পরিবহন করতে দেখা যায়।
এছাড়াও সিলেটে সোমবার দিনব্যাপী ভাড়ায় যাত্রী বহন করেছে ট্রাক, পিকআপ, প্রাইভেটকার ও মাইক্রোবাস। সিলেট শহর থেকে দূরে যেতে যাত্রীরা এসব গাড়ি ব্যবহার করেছেন। সোমবার দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুল ও হুমায়ুন রশীদ চত্বরে এমন চিত্র দেখা গেছে।
তবে লকডাউনকালীন সরকারি বিধিনিষেধ মানাতে পুলিশও ছিলো তৎপর। সোমবার সারা দিনে এসএমপি’র ট্রাফিক বিভাগ ৫৫ টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের ও ৪১ টি বিভিন্ন ধরনের গাড়ি জব্দ করেছে।
বিষয়টি এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, লকডাউন বাস্তবায়নে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০টি টিম মাঠে রয়েছে। নগরী ও নগরীর বিভিন্ন প্রবেশমুখে সোমবার তারা অবস্থান নেয়।
মেট্রোপলিটন ৬টি থানা, ৮ ফাঁড়ি, ৩টি তদন্ত কেন্দ্র, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা বিভাগ ও পুলিশ লাইন্সের পুলিশ দিয়ে গঠিত ২০টি ইউনিট সোমবার ভোর থেকেই মাঠে ছিলো বলে জানিয়েছে এসএমপি সূত্র।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd