সিলেট ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১
ছাতক প্রতিনিধি :: ছাতকে ব্যাটারি চালিত অটোরিক্সা (টমটম) দূর্ঘটনায় চালক নজরুল ইসলামের (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নজরুল ইসলাম উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কৈতক-কামারগাঁও বাজার সড়কের দৌলতপুর ব্রীজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিত দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে কৈতক যাওয়ার পথে কৈতক-কামারগাঁও বাজার সড়কের দৌলতপুর ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তা দিয়ে যাতায়াত করা একটি ষাড় চলন্ত অটোরিক্সায় (টমটম) ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সা খাঁদে পড়ে গেলে চালক নজরুল ইসলাম গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর ১টায় চালক নজরুল ইসলামের মৃত্যু হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd