সুনামগঞ্জে ভূয়া ডিবি পুলিশের হাতে ব্যবসায়ী আহত

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

সুনামগঞ্জে ভূয়া ডিবি পুলিশের হাতে ব্যবসায়ী আহত

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে জুনেদ (৪০) নামের এক যুবককে মাথায় বাঁশ দ্বারা বারী মেরে গুাংতর আহত করেছে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ধারী এক সন্ত্রাসী।

Manual3 Ad Code

সোমবার বিকেলে সুনামগঞ্জ মাছ বাজারে এ ঘটনা ঘটে। আহত জুনেদ আরপিননগর নিবাসী জাহার মিয়ার ছেলে। ঘটনার পর পরই আহত জুনেদকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সুনামগঞ্জ আধুনিক কিচেন মার্কেটে (মাছ বাজার) মাছ কিনতে যান জুনেদ আহমদ। সেখানে মাছ কিনার সময় পিছন থেকে ঘাতক আতিক বাঁশ দিয়ে জুনেদের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে মাছ ব্যাবসায়ীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

Manual6 Ad Code

এ ঘটনায় হামলাকারী উত্তর আরপিননগর আবাসিক এলাকার বাসিন্দা মৃত নাজিম উদ্দিনের পুত্র ভূয়া ডিবি পুলিশ পরিচয় বহনকারী আতিকুর (৩৮) এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ত্রাসী আতিকুর এর আগেও ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাভোগ করে বলে জানান এলাকাবাসী।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, ওেই ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..