ছাতকে বিদেশী রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

ছাতকে বিদেশী রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি :: ছাতকে একটি বিদেশী রিভলবার ও গুলিসহ একজন আটক হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার(২৭ জুন) রাতে উপজেলার সুহিতপুর এলাকা থেকে র‌্যাব অস্ত্র ও গুলিসহ জুনেদ আহমদ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। সে ধারন এলাকার ইদ্রিস আলীর পুত্র।

Manual5 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৯’র মেজর মোঃ মঈনুল ইসলাম, সিনিয়র এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে একটি বিদেশী রিভলবার ও তিনরাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী জুনেদকে আটক করা হয়।

Manual1 Ad Code

এসময় তার কাছে ১টি মোবাইল, ২টি সিম ও নগদ টাকা পাওয়া যায়। র‌্যাব-৯ উদ্ধারকৃত আলামতসহ আটক জুনেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..