অপরাধের অভিযোগ পেয়ে কোম্পানীগঞ্জ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২১

অপরাধের অভিযোগ পেয়ে কোম্পানীগঞ্জ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ভারতে অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও পাথর চুরিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার। শনিবার (২৬ জুন) বিকেল সোয়া ৩ টায় উপজেলার শাহ আরিফন টিলা পরিদর্শন শেষে সেখানে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় ও বিভিন্ন অভিযোগের তদন্ত করেন।

Manual7 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে সীমান্ত এলাকার জনসাধারণের ভারতে অনুপ্রবেশ, মাদক চোরাচালান, শাহ আরফিন টিলা থেকে পাথর চুরিসহ নানান অপরাধে জড়িয়ে পড়ছে বিজিবি এমন একটি অভিযোগের প্রেক্ষিতে তিনি এ পরিদর্শন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের নারাইনপুর গ্রামের বর্ডার এলাকার বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করে শ্মশান ঘাট এলাকা থেকে পাথর চুরি করে ভারত-বাংলাদেশ সীমান্তের ঝুঁকিপূর্ণ কাটাতার ঘেঁষে চলাচলের কারণে যে কোন সয়ম ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ দ্বারা নিহতের ঘটনা ঘটতে পারে এমন অভিযোগের ভিত্তিতে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় করনীয় নির্ধারনে তদন্তে এসেছিলেন অতিরিক্ত ডিআইজির সমন্বয়ে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দল এ বিষয়ের সত্যতা নিশ্চিতে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন।

Manual8 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আমরা শুনেছি ভারতের ভোলাগঞ্জ বাজারে একটি অবৈধ মদ তৈরির কারখানা রয়েছে। নারাইনপুর সীমান্তে কাটাতারের বেড়া না থাকায় সেই ভারতীয় মদ খুব সহজেই বাংলাদেশ চোরাকারীদের মাধ্যমে প্রবেশ করছে। বিজিবির কঠোর অবস্থানেও আটকানো যাচ্ছে না চোরাকারবারিদের। অবৈধ কার্যকলাপ বন্ধ করতে বিজিবি ও পুলিশ বাহিনীকে কঠোর অবস্থান এবং আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

Manual1 Ad Code

এ সময় সিলেটের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বলেন, কোম্পানীগঞ্জ পাথর অধ্যুষিত এলাকা তাই সরকারের লিজ দেওয়ার আগ পর্যন্ত কেউ পাথর উত্তোলন কিংবা পরিবহন করবেন না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন কাজ থেকে বিরত থাকতে হবে সবাইকে। সীমান্ত অপরাধ, মাদক ও চোরাকারবার থেকে দূরে থাকবেন।

কেউ মাদক ব্যবসা বা সেবনের সাথে জড়িত থাকলে তার তথ্য পুলিশকে দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক) শাহিনুর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), মোহাম্মদ আশিস বিন্ হাছান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রভাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, ওসি (তদন্ত) মো. মুজিবুর রহমান চৌধুরী, ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ইউপি সদস্য আজির উদ্দিন তালুকদার।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..