সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর ঐতিহ্যবাহী সুরমা মার্কেটের দিকে চোখ পড়েনি সিটি কর্পোরেশনের। অল্প বৃষ্টিতেই এই মার্কেটে তৈরি হয় জলাবদ্ধতা। মার্কেটের ভিতর থেকে বৃষ্টি পানি বের হওয়ার সকল রাস্তা বন্ধ থাকায় অল্প বৃষ্টিতেই জমে যায় হাঁটু পানি, কোথাওবা তার চেয়েও বেশি। ফলে ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাতে হয়।
সরেজমিনে গিয়ে জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। শনিবার বিকালে মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অল্প বৃষ্টিতে মার্কেটে তৈরি হয় জলাবদ্ধতা। জমে থাকে পানি। বের হওয়ার কোন রাস্তা নেই। ভারি বৃষ্টি হলে দোকানের ভিতর প্রবেশ করে পানি। পানি থেকে রক্ষা পেতে সিটি কর্পোরেশনের মেয়রের হস্থক্ষেপ কামনা করছেন ব্যবসায়ীরা।
মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আঙ্গুর আলী জানান, আমাদের মার্কেটের ব্যবসায়ীদের কষ্ট দেখার মতো কেউ নেই। যার ফলে মার্কেটের একটি গলি আমরা নিজেরাই টাকা দিয়ে মেরামত করছি। তারপর বৃষ্টির পানি বের হওয়ার রাস্তা নেই। যার কারণে অল্প বৃষ্টিতেই জমে যায় হাঁটু পানি। মার্কেটের উত্তর পাশে পানি যাতায়াতের একটি ড্রেন বন্ধ রয়েছে। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য সিসিকের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd