শাল্লার স্বাধীনকে নিয়ে সংবাদ প্রকাশ : চার সাংবাদিককে কারণ দর্শানোর নির্দেশ আদালতের

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১

শাল্লার স্বাধীনকে নিয়ে সংবাদ প্রকাশ : চার সাংবাদিককে কারণ দর্শানোর নির্দেশ আদালতের

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ফেসবুক পোস্টের জেরে শাল্লার নোয়াগাঁওয়ে সংঘটিত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রধান আসামী যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীনের জামিন পাওয়াকে সমালোচনা করে দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের প্রক্ষিতে পত্রিকাটির সম্পাদক, সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা ও দুজন প্রতিবেদককে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ ওয়াহিদুজজামান শিকদার এই আদেশ দেন।

নির্দেশপ্রাপ্তরা হলেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা স্বপন কুমার দেব এবং স্টাফ রিপোর্টার পুলক রাজ ও আসদ গণি (মনি)।

Manual8 Ad Code

নোটিশে বলা হয়, মঙ্গলবার (২২জুন) প্রকাশিত ওই সংবাদে শহিদুল ইসলাম স্বাধীনের জামিন সংক্রান্ত বিষয়ে অসত্য, মিথ্যা, বানোয়াট ও উস্কানিমূল তথ্য উপস্থাপন করে জনমনে অসন্তোষ এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে সুনামগঞ্জের খবর।

Manual6 Ad Code

যে কারণে করণে তিন কার্যদিবসের মধ্যে পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্টদের আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক শাখা খবরের সত্যতা নিশ্চিত করেছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..