সিলেটে ভারতীয় বিস্কুটসহ চোরাকারবারী সারোয়ার ও দেলোয়ার আটক

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

সিলেটে ভারতীয় বিস্কুটসহ চোরাকারবারী সারোয়ার ও দেলোয়ার আটক

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর উপশহর ই ব্লকে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুটসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual6 Ad Code

এসময় ভারতীয় বিস্কুট বহনকারী একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। এ ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সোমবার (২১ জুন) সকালে পুলিশ গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ৪নং রোডের ১নং বাসার নাসিরাবাদ হাউজিংয়ের মৃত নূরের ছেলে সারোয়ার আলম (৪৮) ও জকিগঞ্জ থানাধীন ইনামতি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে দেলোয়ার হোসেন (৩০)।

বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩৭০ পিস ভারতীয় বিস্কুটসহ দুজনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ একটি সিএনজি অটোরিকশা আটক করে। এ ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। উদ্ধারকৃত ভারতীয় বিস্কুটের মূল্য প্রায় ৫৯ হাজার ৩০০ টাকা।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..