কলম্বিয়া থেকে কাঁচামালের সঙ্গে অজগর বাংলাদেশে, রাখা হয়েছে কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

কলম্বিয়া থেকে কাঁচামালের সঙ্গে অজগর বাংলাদেশে, রাখা হয়েছে কোয়ারেন্টাইনে

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কলম্বিয়া থেকে গাজীপুরে এক ইস্পাত কারখানার কাঁচামালের সঙ্গে একটি অজগর সাপ চলে এসেছে। সাপটি টানা চার মাস না খেয়ে রয়েছে বলে জানিয়েছেন বন সংশ্লিষ্টরা।

Manual1 Ad Code

শনিবার গাজীপুরের টঙ্গী আনোয়ার ইস্পাত কারখানায় কলম্বিয়া থেকে কাঁচামাল নিয়ে আসা কন্টেইনার খুললে লম্বা ছয় ফুটের অজগরটি চোখে পড়ে।

Manual8 Ad Code

পরে রোববার দুপুরে সাপটি উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা।

Manual3 Ad Code

আনোয়ার ইস্পাতের ম্যানেজার (এডমিন) মিজানুর রহমান জানান, কলম্বিয়া থেকে কন্টেইনারে আমদানি করা কাঁচামাল তাদের কারখানায় আসতে প্রায় চার মাস সময় লাগে। শনিবার ওই কন্টেইনার আনলোড করতে গেলে সাপটি তাদের চোখে পড়ে।

Manual3 Ad Code

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক বলেন, অজগরটির ওজন চার কেজি। বয়স প্রায় সাত মাস হবে। সাপটি তিন-চার মাস না খেয়ে থাকায় বেশ দুর্বল হয়ে পড়েছে। এছাড়া এর গায়ে একটি আঘাতের চিহ্নও রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, সাপটি অসুস্থ থাকায় পার্কের ভেতরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখানেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..