সিলেটে ডাকাত দলের ৪ সদস্য আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধার

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১

সিলেটে ডাকাত দলের ৪ সদস্য আটক, লুণ্ঠিত মালামাল উদ্ধার

Manual5 Ad Code

স্টাফ রিপাের্টার : সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ, বিয়ানীবাজার ও কানাইঘাটে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে জেলা পুলিশ।

আটককৃতদের কাছ থেকে জকিগঞ্জে সংঘটিত ডাকাতির অর্থ, স্বর্ণালঙ্কারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- জবিগঞ্জ থানার বারঠাকুরী উত্তরভাগ গ্রামের আবদুর রহিমের ছেলে হাছন (২৯), বালাউট গ্রামের শিব্বির আহমদের ছেলে জুনেদ আহমদ (২২), কাশিরচক গ্রামের জামাল আহমদের ছেলে রমজান আলী।

Manual7 Ad Code

বিষয়টি শনিবার (১৯ জুন) সিলেট জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মলনে পুলিশ সুপার জানান, চলতি মাসের ৪ তারিখ রাত দেড়টার দিকে জকিগঞ্জের ৬নম্বর সুলতানপুর ইউনিয়নের ছয়ঘরী গ্রামের জনৈক মনােয়ারা বেগমের বাড়িতে ৮/০৯ সদস্যের একটি ডাকাত দল হানা দিয়ে নগদ অর্থ, ঘনর্লিংকার ও মােবাইলসহ প্রায় ৮,৫৬,০০০/- টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ৫ জুন মনােয়ারা বেগম জকিগঞ্জ থানায় লিখিত অভিযােগ (মামলা নং-০২) দায়েরে করেন।

Manual6 Ad Code

এ ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেফতারের জন্য জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মােঃ আবুল কাসেম কে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

Manual3 Ad Code

এরই প্রেক্ষিতে অফিসার ইনচার্জ ডাকাত গ্রেফতারে সাড়াশি অভিযান পরিচালনার লক্ষ্যে একাধিক টিম গঠন করেন। জকিগঞ্জ থানা পুলিশের ব্যাপক অভিযান চালান।

Manual1 Ad Code

তথ্য প্রযুক্তির সহায়তায় বিয়ানীবাজার-জকিগঞ্জ-কানাইঘাট সীমান্তে আত্মগােপনে থাকা ডাকাত দলের সদস্যদের অবশেষে গ্রেফতার করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..