কোম্পানীগঞ্জে বালু উত্তোলন, নদীগর্ভে বিলীন হচ্ছে মাঠ

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১

কোম্পানীগঞ্জে বালু উত্তোলন, নদীগর্ভে বিলীন হচ্ছে মাঠ

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের খেলার মাঠ রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলার ধলাই নদীর পাড়ে অবস্থিত বৃহত্তর কলাবড়ী এলাকার একমাত্র এই খেলার মাঠ দীর্ঘদিন যাবত বেদখলে রয়েছে। এই মাঠ দখলমুক্ত করতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সাম্প্রতিক সময়ে ধলাই নদী থেকে বালু উত্তোলনের লিজ দেওয়া হলে হুমকির মুখে পড়ে কলাবাড়ী স্কুলের খেলার মাঠ। লিজ বহির্ভূত ধলাই নদীর পাড়ের খেলার মাঠ থেকে বালু উত্তোলনের ফলে প্রতিদিন মাঠের কিছু কিছু অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে।

Manual8 Ad Code

সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক স্টিল বডিতে (বড় নৌকা) খেলার মাঠ থেকে বালু উত্তোলন করছেন লোকজন। এ সময় এলাকাবাসী বালু উত্তোলনে বাধা দেন এবং নৌকাগুলোকে অন্যত্র সরিয়ে দেন। এলাকাবাসীর পক্ষ থেকে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুলের সঙ্গে যোগাযোগ করা হলে মুহূর্তের মধ্যেই তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইকিং করে জানান, লিজ বহির্ভূত জায়গা থেকে কেউ বালু উত্তোলন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

স্থানীয় বাসিন্দা হুমায়ুন রশিদ হুমন বলেন, বৃহত্তর কলাবড়ী স্কুলের খেলার মাঠ রক্ষার জোর দাবি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আন্দোলন করে যাচ্ছি বেশ কিছুদিন ধরে। মাঠ রক্ষার দাবিতে মানববন্ধনও করেছি। সর্বশেষ ধলাই নদীতে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে আমাদের মাঠ। প্রতিদিন বিভিন্ন সময় অবৈধভাবে মাঠের বালু লিস্টার মেশিন দিয়ে উত্তোলন করে নৌকায় ভরাট করে নিয়ে যাচ্ছে তারা।

ধলাই নদীর ‘কালাসাদেক গং’ অংশের ইজারাদার তুহিন কনস্ট্রাকশনের মালিক প্রদীপ কুমার বলেন, আমরা সরকারিভাবে লিজ নিয়ে বালু উত্তোলন করছি। লিজ বর্হিভূত জায়গায় থেকে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেজন্য আমরা একাধিক মানুষ নিয়োগ করেছি। আমাদের বালু উত্তোলনের কারণে যাতে কোনো মানুষের ক্ষতি না হয় সেদিক বিবেচনা করে আমরা ব্যবসা করছি। আমাদের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি মাঠের জায়গা থেকে বালু উত্তোলনের চেষ্টা করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অবগত করেছি।

এ ব্যাপারে জানতে চাইলে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এরশাদ মিয়া জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..