সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : বর্তমান সময়ে অনলাইনে বেশ পরিচিত এক নাম হেলেনা জাহাঙ্গীর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী পরীমনির ঘটনা ভাইরাল হলে নতুন করে আলোচনায় আসেন হেলানা জাহাঙ্গীর। পরিমনির ইস্যুতে ফেসবুকে একের পর এক স্ট্যাট্যাস ও ভিডিও বার্তা দিচ্ছেন হেলানা জাহাঙ্গীর! স্ট্যাটাস গুলোতে অভিনেত্রী পরিমনির বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন হেলেনা জাহাঙ্গীর।
এদিকে আজ বৃহস্পতিবার পরিমনি ইস্যুতে আবারও স্ট্যাটাস দিয়েছেন হেলেনা জাহাঙ্গীর! পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: এত বড় অভিনয় করার পর অ’সুস্থ হওয়াটা স্বাভাবিক নয় কি?
জ’ঘন্য অ’পরাধ করেছে মিথ্যা অ’পবাদ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। এটার বিচার অবশ্যই প্রশাসন করবে।এক মিথ্যা স্ট্যাটাস এ সারা দেশের মিডিয়াকে গরম করার অ’পরাধ মাপ যোগ্য নয়।
এখন মিডিয়াকে অসুস্থ বলার কারন কি?যেখানে সারা রাত মিডিয়াকে বসিয়ে মায়া কান্না করে তো’লপার করেছিল।চলচিত্র থেকে বহিস্কৃত করা জরুরী বলে আমি মনে করি।সিনেমার অভিনয় কে ও সে হার মানিয়েছে গত কয়েক দিনের অভিনয়ে।
আমি মনে করি জিমিকে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে আসবে।সব কয়টা ক্লাব মিলে মা’মলা দেওয়া উচিত এই অসভ্যতার জন্য।পরিমনির বাসায় গোয়েন্দা বাহিনী সার্চ করলে হাজারটা ম’দের বোতল পাবে।কারন সে ম’দ্যপান করা নারীদের মধ্যে অন্যতম!
প্রতিবেদনটি লেখা পর্যন্ত তার স্ট্যাটাসটিতে ২ হাজারের বেশি রিয়াক্ট এবং বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নেটিজেন’রা! এসময় হেলেনা জাহাঙ্গীর নিজেই তার স্ট্যাটাসে কমেন্ট করে লিখেন, ” ১২ মাস পানিতে থাকা ব্যাঙের অ’ভিযোগ- তাকে জো’রপূর্বক বৃষ্টিতে ভেজানোর চেষ্টা করা হয়েছে”
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd