পরীমনিকে নিয়ে গান গাইলেন হিরো আলম (ভিডিও)

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১

পরীমনিকে নিয়ে গান গাইলেন হিরো আলম (ভিডিও)

বিনোদন ডেস্ক :: এবার চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে গান গাইলেন হিরো আলম। সম্প্রতি বোট ক্লাবে পরীমণি’র সংগে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ এবং বিচার প্রার্থনা করা হয় গানটিতে।

‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমণি’ শিরোনামের গানটির কথা, সংগীত ও সূর করেছেন মোমো রহমান। গানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে ন্যায় বিচার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার (১৭ জুন) নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন হিরো আলম।

এ বিষয়ে তিনি বলেন, আমরা একটা স্বাধীন দেশে বাস করি। এই দেশে একজন নারীর সংগে এই ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, পরীমণি এই দেশের একজন স্বনামধন্য শিল্পী। আমি একজন শিল্পী হিসেবে তাঁর সংগে ঘটে যাওয়া অন্যায় মেনে নিতে পারি না। এই দুঃসময়ে তাঁর পাশে থাকার অংশ হিসেবেই গানটি গেয়েছি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..