জঙ্গি সন্দেহে চট্টগ্রামে মসজিদের খতিব আটক

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১

জঙ্গি সন্দেহে চট্টগ্রামে মসজিদের খতিব আটক

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাথে জড়িত সন্দেহে চট্টগ্রাম নগরীর ফিরোজ শাহ কলোনি মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা শামীমুর রহমানকে (৪০) আটক করেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যার দিকে নগরীর ফিরোজ শাহ এলাকা থেকে শামীমুর রহমানকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আহমেদ পেয়ার।

Manual5 Ad Code

আটক মাওলানা শামীমুর রহমান গোপালগঞ্জের বাসিন্দা। মসজিদের খতিবের পাশাপাশি তিনি ফিরোজ শাহ মাদরাসার শিক্ষক। তিনি হেফাজতের চট্টগ্রাম মহানগরীর বিলুপ্ত কমিটিরও নেতা।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, রিমান্ডে থাকা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিরিয়াফেরত আইটি বিশেষজ্ঞ শাখাওয়াত আলী ওরফে লালুর দেওয়া তথ্যে মোহাম্মদ শামীমুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘শুক্রবার গ্রেপ্তার হওয়া সাখাওয়াত হোসেন লালুর তথ্যের ভিত্তিতে মাওলানা শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মাওলানা শামীমের বাসায় আনসার আল ইসলামের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হতো। এসব বৈঠকে সাখাওয়াত হোসেনও থাকত।’

গত ১১ জুন শাখাওয়াত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১২ জুন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত শাখাওয়াতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual3 Ad Code

প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার (১৫ জুন) তাকে দ্বিতীয় দফায় আবারও রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..