বিয়ানীবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

বিয়ানীবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিয়ানীবাজারে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) দুপুরে তাকে কানাইঘাটের পালজুড় গ্রামের শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

পুলিশ জানায়, ধৃত আসামী আলী নূর (৩২) বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচানচক ফেনগ্রাম গ্রামের মৃত কুতুব আলীর ছেলে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে আদালত সাজা প্রদানের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শনিবার দুপুরে বিয়ানীবাজার থানার এসআই ফয়সাল ও এএসআই নূরনবী ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন। অভিযানে কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় কানাইঘাট উপজেলার পালজুড় গ্রামে আসামীর শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামী আলী নুর গোসল করতে পুকুরে নামলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সে দীর্ঘদিন থেকে পলাতক। রোববার তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..