সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে দশ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত তরুণের নাম মোঃ মাসুদ খান (২৪)। তার পিতার নাম মোঃ মোনায়েম খান। তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিংজানি গ্রামে। বর্তমানে সে বড়শালা ডাব বিস্কুট ফ্যাক্টরীর পূর্ব পাশে ডাঃ মাসুদুল আলমের আধা পাকা টিনসেড ঘরে বাস করে আসছিলো।
জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকিরের দিক নিদের্শনায় দিবাকালীন ডিউটিতে নিয়োজিত একটি দল তাকে গ্রেফতার করে। এসময় অপর একজন আসামী জাহাঙ্গীর (৩২) ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
গ্রেফতারের সময় দেহ তল্লাশি করে মাসুদের হেফাজত থেকে মোট ১০(দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এসআই পলাশ চন্দ্র দাশ (নিঃ) জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd