সরকার গ্রামকে শহরে রুপান্তর করতে চায়: গোয়াইনঘাটের ইউএনও

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২১

সরকার গ্রামকে শহরে রুপান্তর করতে চায়: গোয়াইনঘাটের ইউএনও

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেছেন, সরকার গ্রামাঞ্চলকে শহরে রুপান্তর করতে চায়। এরই লক্ষে গ্রামাঞ্চল উন্নয়নে বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করছে।

Manual5 Ad Code

তিনি শুক্রবার সকালে (১১ জুন) গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে সরকারের বাস্তবায়নাধীন নানা প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন।

Manual7 Ad Code

শুক্রবার সকাল নয়টায় এজিএসপি- ৩ থেকে নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের মাঠে পাঠাগারের জন্য ঘর নির্মাণের জায়গা পরিদর্শন করে স্থান নির্ধারণ করেন। পরবর্তী সময়ে মিত্রিমহল,সুন্দ্রগাঁও,আঙ্গারজুর,লামাপাড়া, নয়াগাঁও, নন্দীরগাঁও, মানাউরা,দশগাঁও নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজ,নয়াগাঁও আশ্রায়ন প্রকল্প-২,কচুয়ারপার নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, সালুটিকর – গোয়াইনঘাট গাংকিনারী সড়ক,বাইমারপার,চলিতা বাড়ী, চলিতা বাড়ি নতুন বাজার,জলুরমুখ বাজার,জলুরমুখ আদর্শ উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। এসব গ্রাম,বাজার ও শিক্ষা প্রতিষ্টান পরিদর্শনকালে তিনি সরকারের বাস্তবায়নাধীন নানা প্রকল্পের মধ্যে এলজিএসপি-৩,এডিপি, অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী হতে বাস্তবায়িত প্রকল্পের গুনগতমানের সাম্ভ্যতা যাচাই করেন।

এছাড়াও তিনি দশগাঁও মসজিদের বাজারে নির্মাণাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের ভবন পরিদর্শন করেন। এসব প্রকল্প পরিদর্শনকালে তিনি আরো বলেন, জমি নেই ঘর নেই, নিজ জমিতে গৃহ নির্মাণ ঘরগুলোতে পর্যায়ক্রমে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যাবস্থা করা হবে। তিনি বলেন, আশ্রয় প্রকল্প -২ এরমধ্যে বসবাসকারীদের নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা ও বিদ্যুৎতের ব্যাবস্থা করা হবে। এছাড়া সমবায়ী, যুব ও নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। অল্প লাভে ছোট ঋন প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নাছির উদ্দীন, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি এসআই জহিরুল ইসলাম, ইউপি সদস্য আজির উদ্দিন, ইব্রাহিম আলী, নিজাম উদ্দিন, আপ্তাব আলী,খোয়াজ আলী,রহিম উদ্দিন, রইছ উদ্দিন, জলুরমুখ আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, কচুয়ার পার গ্রামের বিশিষ্ট মুরব্বি আলকাছ মিয়া, সিরাজ উদ্দিন, সাবেক মেম্বার মতিউর রহমান, ওয়ারিছ আলী (লারু) ছাত্রনেতা আব্দুল হামিদ রিপাত,কচুয়ার পার নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, যুবলীগ নেতা আলাজুর রহমান, আরিফ মাহমুদ শাহীন, শিয়ালা হাওর পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক হোসেন মিয়া,চলিতা বাড়ি গ্রামের বিশিষ্ট মুরব্বি বিরাজ আলী প্রমুখ।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..