ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ১১, ২০২১

ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর গ্রেফতার

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী (৫৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দয়ামীর ও দক্ষিণ সুরমা থানার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহরাব আলী উপজেলা জামায়াতের আমীর হিসাবে ২০১৭ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনি দয়ামীর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত সফর আলীর পুত্র। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর রাতে উপজেলার ঊনিশমাইল (কলারাই) এলাকায় কিছু দৃর্বৃত্ত দেশীয় অস্ত্রের সজ্জিত হয়ে সরকার বিরোধী শ্লোগান দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে তাৎক্ষণিক ১০ জনকে আটক করে। আটককৃতরা সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

Manual4 Ad Code

এ ঘটনায় পরদিন ২৩ সেপ্টেম্বর আটক ১০ জনসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-১২২/১৯) দায়ের করে পুলিশ। মামলা দায়েরর পর থেকে সোহরাব আলী পলাতক ছিলেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক সিলেটভিউকে বলেন, গ্রেফতারকৃত সোহরাব আলী ২০১৯ সালে দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলা ছাড়াও অন্য আরেকটি মামলার পলাতক আসামী। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..