দেশে বড় ভূমিকম্পের আশঙ্কা, ঝুঁকিতে আছে সিলেটসহ যেসব জেলা

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ৯, ২০২১

দেশে বড় ভূমিকম্পের আশঙ্কা, ঝুঁকিতে আছে সিলেটসহ যেসব জেলা

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে গেল কিছুদিন ধরে প্রায় নিয়মিত হারে ভূমিকম্প অনুভুত হচ্ছে। সম্প্রতি সিলেটে দিনে সর্বোচ্চ ৭ বার পর্যন্ত ভূমিকম্প হওয়ার রেকর্ড আছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সিলেটে নয়, পুরো দেশে বেড়েছে ভূমিকম্পের প্রবণতা। বড় ধরনের ভূমিকম্পের আগে বা পরে এমন ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়।

Manual4 Ad Code

ভূমিকম্পের অন্যতম প্রধান কারণ হলো ভূত্বকীয় পাত (টেকটনিক প্লেট)। বাংলাদেশ তিনটি প্লেটের সংযোগস্থলে রয়েছে। ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের মধ্যে অবস্থান করছে সিলেট। সিলেটের উত্তরে রয়েছে ডাউকি ফল্ট। টেকটনিক প্লেটগুলোতে প্রচুর পরিমাণে শক্তি জমা হচ্ছে এবং এই জমে থাকা শক্তিই ভূমিকম্পের মাধ্যমে বের হয়ে আসে।

Manual5 Ad Code

নেচার জিওসায়েন্স জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি হচ্ছে। বাংলাদেশে ভূমিকম্পপ্রবণ এলাকার মানচিত্র অনুযায়ী, সিলেট ও চট্টগ্রাম উচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল।

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও সিঙ্গাপুরের গবেষকরা বলছেন, সিলেট, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম জেলা মাঝারি ঝুঁকিপূর্ণ এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ। ডাউকি ফল্ট বা সিলেট থেকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল গত ৫০০ থেকে এক হাজার বছরে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি। যার ফলে সাম্প্রতিক ভূমিকম্পগুলো বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস দিচ্ছে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..